for Add

হারের শঙ্কায় বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও একই চিত্র বাংলাদেশ ইনিংসে। এবার ২৩ রানে ৪ উইকেট নেই টাইগারদের। ফলে চতুর্থ দিন শেষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ।

অ্যাঞ্জেলো ম্যাথুজের অনবদ্য ১৪৫ ও দিনেশ চান্ডিমালের ১২৪ রানের কল্যাণে প্রথম ইনিংসে ৫০৬ রান করে শ্রীলংকা। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ  ৩৬৫ রান। ১৪১ রানে পিছিয়ে থেকে  দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ৪ উইকেটে ৩৪ রান করেছে বাংলাদেশ। ৬ উইকেট হাতে নিয়ে ১০৭ রানে পিছিয়ে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৮২ রান করেছিলো শ্রীলংকা। ৫ উইকেট হাতে নিয়ে ৮৩ রানে পিছিয়ে ছিলো লংকানরা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৮ ও দিনেশ চান্ডিমাল ১০ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের পঞ্চম ওভারেই ৩শ রান স্পর্শ করে শ্রীলংকা। এবাদতের করা ইনিংসের  ১০৭তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে চান্ডিমালের সাথে জুটিতে পঞ্চাশ পূর্ণ করেন ম্যাথুজ।

১১৫ ওভার পর্যন্ত পাঁচ বোলার ব্যবহার করেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। তারপরও ম্যাথুজ-চান্ডিমাল জুটি ভাঙ্গতে হিমশিম খেতে হয় বোলারদের। তাই বাধ্য হয়ে ১১৬তম ওভারে প্রথমবারের মত নিজেকে বোলিংয়ে আনেন মোমিনুল। অকেশনাল বোলার হিসেবে চতুর্থ ডেলিভারিতেই উইকেট নিয়ে নিয়েছিলেন তিনি। টাইগার দলনেতার ডেলিভারি খেলতে গিয়ে ব্যর্থ হন চান্ডিমাল। বল যায় উইকেটরক্ষকের হাতে। বাংলাদেশের জোড়ালো আবেদনে চান্ডিমালকে আউটও দেন নন-স্ট্রাইকের আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান চান্ডিমাল। রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটে লাগেনি। প্রথম ওভারে উইকেট পেয়েও, পেলেন না মোমিনুল।

৪৩ রানে জীবন পাবার পর টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরি তুলে নেন চান্ডিমাল। অন্যপ্রান্তে রানের চাকা ঘুড়িয়েছেন ম্যাথুজও। সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁিড়য়ে মধ্যাহ্ন-বিরতিতে যান ম্যাথুজ। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে ছিলেন তিনি। শ্রীলংকার রান ছিলো ৫ উইকেটে ৩৬৯।

বিরতির পর ৯৪ রানে আউটও হয়ে গিয়েছিলেন ম্যাথুজ। পেসার খালেদ আহমেদের বলে ম্যাথুজকে কট আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান ম্যাথুজ। জীবন পেয়ে সেঞ্চুরির স্বাদ নিতে ভুল করেননি তিনি। নিজের মুখোমুখি হওয়া ২৭৪তম বলে মোসাদ্দেক হোসেনের ডেলিভারি লেগ সাইডে ঠেলে দিয়ে ১ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৯৬তম ম্যাচে ক্যারিয়ারের ১৩তম ও বাংলাদেশের বিপক্ষে  সেঞ্চুরি তুলে নেন ম্যাথুজ। সিরিজের প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন ম্যাথুজ।

সেঞ্চুরির পর আরও একবার রিভিউ নিতে বাঁচেন ম্যাথুজ। মোসাদ্দেকের বলে ক্যাচের আবেদনে আউট দিয়েছিলেন আম্পায়ার। তখন ১০৫ রানে ছিলেন ম্যাথুজ।

অন্যপ্রান্তে নাভার্স-নাইন্টিতে পৌঁছে যান চান্ডিমাল। এবাদতের করা ১৪৫তম ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি মারেন চান্ডিমাল। এতে ৯৯ রানে পৌছান তিনি। চতুর্থ ডেলিভারিতে ব্যাক ফুটে অফ-সাইডে খেলে ১ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৬৬তম ম্যাচে ১৮১তম বলে ১২তম সেঞ্চুরির স্বাদ নেন চান্ডিমাল। ২০১৮ সালের জুনের পর টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে পঞ্চম সেঞ্চুরি তার।
দ্বিতীয় সেশনে ম্যাথুজ ও চান্ডিমালের জোড়া সেঞ্চুরির উপর ভর করে ৫ উইকেটে ৪৫৯ রান তুলে শ্রীলংকা। এসময় লিড ছিলো ৯৪ রানের।

আজ প্রথম দুই সেশনে সাফল্য না পেলেও, বিরতির পর জ¦লে উঠে বাংলাদেশের বোলাররা। শেষ সেশনের ১২তম বলে ম্যাথুজ-চান্ডিমাল জুটি ভাঙ্গেন এবাদত। তার স্লো ডেলিভারিটি কভার দিয়ে মারতে গিয়ে তামিমের দুর্দান্ত ক্যাচে ফিরেন চান্ডিমাল। ২১৯ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ১২৪ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে ৪১৫ বলে ১৯৯ রানের জুটি গড়েন ম্যাথুজ ও চান্ডিমাল। বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ জুটির রান।

এরপর শ্রীলংকার উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে ৯ রানে সাকিব ও রমেশ মেন্ডিসকে ১০ রানে বিদায় দেন এবাদত। ততক্ষণে ৫শ রান স্পর্শ করে ফেলে লংকানরা। নবম ব্যাটার প্রবিন জয়াবিক্রমাকে খালি হাতে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন সাকিব। ৬১ ম্যাচের ক্যারিয়ারের ১৯তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন সাকিব। শ্রীলংকার বিপক্ষে তৃতীয়।

আর লংকানদের শেষ ব্যাটার আসিথা ফার্নান্দো রান আউটের ফাঁদে পড়লে, ৫০৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। অন্যপ্রান্তে ১৪৫ রানে অপরাজিত থাকেন ম্যাথুজ। ৩৪২ বলে ১২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

বাংলাদেশের সাকিব ৯৬ রানে ৫ উইকেট নেন। এবাদত ১৪৮ রানে ৪টি উইকেট নেন।
১৪১ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে মহা বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ৫ ওভারে বিপদ না আসলেও, পরের ৪ ওভারে ধস নামে বাংলাদেশ ইনিংসে।

ষষ্ঠ ওভারের প্রথম বলে শ্রীলংকার পেসার আসিথার ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তামিম। প্রথম ইনিংসের মত এবারও শুন্য হাতে ফিরেন তিনি।
তামিমের বিদায়ে উইকেটে এসে বিপদ আরও বাড়ান নাজমুল হোসেন শান্ত। অহেতুক রান নিতে গিয়ে রান আউট হন তিনি। পয়েন্টে ঠেলে রান নিতে গিয়েছিলেন শান্ত। সেখান থেকে থ্রোতে শান্তকে রান আউট করেন জয়াবিক্রমা।

শান্ত ফেরার পরের ওভারে মোমিনুল প্যাভিলিয়নের পথ ধরেন। পেসার রাজিথার অফ-স্টাম্পের ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে ব্যাট-বলের টাইমিং করতে পারেননি টাইগার নেতা। বল তার ব্যাটে লেগে উইকেটেরক্ষকের হাতে জমা পড়ে। এবার শুন্য থামেন মোমিনুল।

১৯ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, তখন প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার জয়। আসিথার বাউন্সারে স্লিপে ক্যাচ দেন জয়। ২৭ বলে ৩টি চারে ১৫ রান করেন জয়।
২৩ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন প্রথম ইনিংসের দুই নায়ক মুশফিকুর রহিম ও লিটন দাস। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট পতনের পর জুটি বেঁেধছিলেন তারা। আজ দিনের শেষ সময়টা আর কোন বিপদ হতে দেননি মুশফিক ও লিটন

অপরাজিত থেকে যান তারা। মুশফিক ১৪ ও লিটন ১ রানে অপরাজিত। শ্রীলংকার আসিথা ২টি ও রাজিথা ১টি উইকেট নিয়েছেন।

স্কোর কার্ড (টস-বাংলাদেশ) :
বাংলাদেশ প্রথম ইনিংস :
৩৬৫/১০ (মুশফিক ১৭৫*, লিটন ১৩৪১) :
শ্রীলংকা প্রথম ইনিংস (আগের দিন ২৮২/৫, ৯৭ ওভার, ম্যাথুজ ৫৮*, চান্ডিমাল ১০*) :
ওশাদা ক শান্ত ব এবাদত ৫৭
করুনারতেœ বোল্ড ব সাকিব ৮০
মেন্ডিস এলবিডব্লু ব সাকিব ১১
রাজিথা বোল্ড ব এবাদত ০
ম্যাথুজ অপরাজিত ১৪৫
ডি সিলভা এলবিডব্লু ব সাকিব ৫৮
চান্ডিমাল ক তামিম ব এবাদত ১২৪
ডিকবেলা ক লিটন ব সাকিব ৯
রমেশ এলবিডব্লু ব এবাদত ১০
জয়াবিক্রমা ক লিটন ব সাকিব ০
আসিথা রান আউট (মুশফিকুর/সাকিব) ২
অতিরিক্ত (লে বা-৮, নো-২) ১০
মোট (অলআউট, ১৬৫.১ ওভার) ৫০৬
উইকেট পতন : ১/৯৫ (ওশাদা), ২/১৩৯ (মেন্ডিস), ৩/১৪৪ (রাজিথা), ৪/১৬৪ (করুনারতেœ), ৫/২৬৬ (ডি সিলভা), ৬/৪৬৫ (চান্ডিমাল), ৭/৪৮২ (ডিকবেলা), ৮/৫০১ (রমেশ), ৯/৫০২ (জয়াবিক্রমা), ১০/৫০৬ (আসিথা)।
বাংলাদেশ বোলিং :
খালেদ : ২৩-৩-৮৫-০ (নো-১),
এবাদত : ৩৮-৪-১৪৮-৪,
সাকিব : ৪০.১-১১-৯৬-৫,
মোসাদ্দেক : ১২-১-৩৮-০,
তাইজুল : ৪৯-১০-১২৪-০ (নো-১),
মোমিনুল : ৩-০-৭-০।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস :
মাহমুদুল হাসান জয় ক মেন্ডিস ব আসিথা ১৫
তামিম ইকবাল ক মেন্ডিস ব আসিথা ০
নাজমুল হোসেন শান্ত রান আউট (জয়াবিক্রমা) ২
মোমিনুল হক ক ডিকবেলা ব রাজিথা ০
মুশফিকুর রহিম অপরাজিত ১৪
লিটন দাস অপরাজিত ১
অতিরিক্ত (লে বা-১, ও-১) ২
মোট (৪ উইকেট, ১৩ ওভার) ৩৪
উইকেট পতন : ১/১৫ (তামিম), ২/১৫ (শান্ত), ৩/১৯ (মোমিনুল), ৪/২৩ (জয়)।
শ্রীলংকা বোলিং :
রাজিথা : ৬-৩-১২-১,
আসিথা : ৬-২-১২-২ (ও-১),
জয়াবিক্রমা : ১-০-৯-০।

সব সংবাদ

আত্মঘাতী গোলে বাংলাদেশের হার দিয়ে এশিয়াড শুরু মালদ্বীপের ক্লাবের কাছে হারলো বসুন্ধরা কিংস বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির এশিয়ান গেমসে নারী ক্রিকেট দলের লক্ষ্য স্বর্ণপদক প্রিয় দল জাপানের বিপক্ষে খেলবেন বলে রোমাঞ্চিত সাবিনা শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ বাংলাদেশের অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক রহমত মিয়া জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ সোমবার ভিয়েতনাম যাচ্ছে নারী ফুটবল দল ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক শুক্রবার থেকে জাতীয় টিম ব্রিজ শুরু ডোপিং অভিযোগে নিষিদ্ধ পগবা পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারালো ভারত সবার আগে চীন যাচ্ছে পুরুষ ফুটবল দল লঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপের আশা শেষ হার দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের আত্মবিশ্বাসী টাইগারদের দৃষ্টি জয় দিয়ে সুপার ফোর শুরু স্কুল হ্যান্ডবলে শিরোপা জিতলো সানিডেইল ও ভিকারুননিসা আফগানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ গোল মিসের মহড়ায় জিততে পারলো না বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকতে চায় বাংলাদেশ সালাহকে সৌদিতে নিতে ২০৭২ কোটি টাকার প্রস্তাব ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকিতে বাংলাদেশ পঞ্চম একদিন এগিয়ে আনা হলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে হার দিয়ে শুরু জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ আর্জেন্টিনা থেকে ফিরে ক্যাম্পে জামাল বিশ্বকাপে চোখ রেখে এশিয়া কাপের পর্দা উঠছে বুধবার শিরোপায় চোখ বাংলাদেশের সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়া কাপ জয় অসম্ভব নয় : তাসকিন অভিষেক ম্যাচে গোল করে আর্জেন্টিনার ক্লাবকে জেতালেন জামাল ভূঁইয়া এশিয়া কাপের জন্য দেশ ছাড়লো জাতীয় ক্রিকেট দল সাকিবের রহস্যময় স্ট্যাটাস এশিয়াডে খেলবেন না জামাল, বিকল্প চেয়েছে বাফুফে ওয়ানডে অধিনায়ক হবার পর প্রথম অনুশীলনে সাকিব এক চুমুতে সব হারাচ্ছেন স্পেন ফুটবল প্রধান নাটকীয় জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসর নিজের মৃত্যুর গুজব নিয়ে হতাশ স্ট্রিক এবাদতের পরিবর্তে এশিয়া কাপে সাকিব আসন্ন এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন সুমন জাতীয় দলের ক্যাম্পে ৩২ ফুটবলার, দুই নতুন মুখ উয়েফা বর্ষসেরার দৌড়ে মেসি, প্রতিদ্বন্দ্বী হালান্ড-ডি ব্রুইনা ক্রিকেটারদের জানা উচিত কখন থামতে হবে : সুজন নাটকীয় জয়ে ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন পিএসজি ছেড়ে আল হিলালে নেইমার! বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে চান সাকিব মিরপুরের ফ্লাডলাইটে আগুন রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add