for Add

নেপালের কাছে হারলো বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে যে মাঠে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের নারী ফুটবলাররা, ঠিক এক সপ্তাহ পর সেই মাঠেই স্বাগতিক নেপালের কাছে ১-৩ গোলে হেরে গেছে পুরুষ ফুটবলাররা।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মঙ্গলবার প্রথমার্ধেই স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে নেপালকে আর গোল দেয়ার সুযোগ দেয়নি জামাল ভূঁইয়ারা। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণে একটি মাত্র গোল পরিশোধ করেছে বাংলাদেশ।

কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে আসার সুখস্মৃতিকে অনুপ্রেরণা নিয়েই নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু এক অঞ্জন ভিস্তাকে আটকাতেই ব্যর্থ বাংলাদেশের ডিফেন্স লাইন। একাই তিন গোল করে হ্যাটট্রিক করেছেন ১৪ নম্বর জার্সিধারী অঞ্জন।

প্রথম গোলটি আসে ১৮ মিনিটে। বক্সের ডান পাশে ফ্রি-কিক পেয়ে যায় নেপাল। কিক নেন ১০ নম্বর জার্সিধারী ফুটবলার। তার কিক থেকে ভেসে আসা বল পোস্টের মুখে জটলায় চলে আসে। সেখান থেকেই দুর্দান্ত হেডে বাংলাদেশের জালে বল জাড়িয়ে দেন ভিস্তা।

২৭ মিনিটে দ্বিতীয় গোল করে নেপাল। এবারও গোল করেন ১৪ নম্বর জার্সিধারী অঞ্জন ভিস্তা। প্রথমে নেপালের এক ফুটবলারের শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। কিন্তু ফিরতি বলটিই পেয়ে যান অঞ্জন এবং বাম পাশ থেকে মাটি কামড়ানো শটে জড়িয়ে দেন বাংলাদেশের জালে।

৩৭ মিনিটে তৃতীয় গোল করে নেপাল। এই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন অঞ্জন ভিস্তা। বাম পাশে ফ্রি-কিক পায় নেপাল। কিক থেকে ভেসে আসা বলে আলতো করে মাথা ছুঁইয়ে বাংলাদেশের জালে বল জড়ান তিনি।

প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধ শুরুর পর বাংলাদেশ গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। ৫৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল পেয়ে যায় জামাল ভূঁইয়ারা। প্রায় নিজেদের বক্স থেকে বল করে নেয় বাংলাদেশ। মাঝ মাঠে বল পান রাকিব হোসেন। ডান পাশ ধরে তিনি একাই সেটি নিয়ে যান নেপালের পোস্টের কাছে। ডান পাশ থেকে গোললাইন বরাবর ক্রস করেন তিনি।

সেখানে এগিয়ে এসেছিলেন সাজ্জাদ হোসেন। অনেকটা ডাইভ দিয়েই বলে হেড করেছেন সাজ্জাদ। বল তো নেপালের জালে জড়িয়েছেই, সাজ্জাদও গিয়ে আশ্রয় নেন নেপালের গোলপোস্টের ভেতরে।

খেলার বাকি অংশে বেশ কিছু আক্রমণ সাজিয়েও লাভ হলো না বাংলাদেশের। বরং, জামাল ভূঁইয়াদের একের পর এক প্রচেষ্টা এসে বাধা পড়তে থাকে নেপাল গোলরক্ষক কিরণ কুমার লিম্বু। শেষ পর্যন্ত ৩-১ গোলেই শেষ হলো ম্যাচ।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান (গোলরক্ষক), রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, মতিন মিয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, সাজ্জাদ হোসেন, রিমন হোসেন।

সব সংবাদ

৬ বছর আগে পরাজয়ের প্রতিশোধ নিলো সাবিনারা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ অর্ধযুগ পর বাংলাদেশ-সিঙ্গাপুর মুখোমুখি নিউজিল্যান্ড সফরে দলে ফিরলেন সৌম্য, শান্ত শান্তর সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ সংবর্ধিত হলেন প্রবীণ ফটোসাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তারেক সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জয়ের আশাবাদী সাবিনা উইলিয়ামসনের সেঞ্চুরি সত্ত্বেও লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী কাবাডি লিগে বিদেশি খেলোয়াড় প্রথম দিন ৩শ’ ছাড়ালো বাংলাদেশ জার্মানির কাছে হেরে আর্জেন্টিনার বিদায় টেস্ট জয়ের মতো আমাদের বোলিং আক্রমণ আছে : শান্ত ব্রাজিলিয়ান মিগুয়েলের ম্যাজিকে বসুন্ধরা কিংসের নাটকীয় জয় ক্রীড়াঙ্গনের যারা পেলেন নৌকার টিকিট অভিজ্ঞতার ঘাটতি দেখছেন হাথুরুসিংহে সবচেয়ে কম বয়সী হিসেবে সিরি-এ লিগে খেলার রেকর্ড একশ টাকায় সিলেট টেস্ট দেখা যাবে বিএসপিএ সম্মাননা পেলেন তিন জন বিআইপি বোর্ড মেম্বার নির্বাচিত হলেন সোহাগ বাংলাদেশ সিরিজের আগে নতুন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের শিকার ব্রাজিল তারকা চার সপ্তাহের বিশ্রামে তাসকিন পরের ম্যাচগুলো নিয়ে কি পরিকল্পনা কাজী সালাউদ্দিনের? চরম উত্তেজনাকর ম্যাচে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হার ক্রিকেটে আসছে ‘স্টপ ক্লক’ লেবাননকে রুখে দিয়েছে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন ভারতকে সান্ত্বনা টেন্ডুলকারের : অস্ট্রেলিয়াকে অভিনন্দন বাবরের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়নের তালিকা রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া কোহলি-রাহুলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২৪০ রান জোড়া গোল দিয়ে নিজের শততম ম্যাচ রাঙালেন মানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ মুরাদ ও শাহাদাত বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া কাল মুখোমুখি বিশ্বকাপ ফাইনাল : ভারতীয় দলের ফ্যাক্টফাইল বিশ্বকাপ ফাইনাল : অস্ট্রেলিয়া দলের ফ্যাক্টফাইল ভারতকে হারানোর কৌশল খুঁজছে অস্ট্রেলিয়া ঘরের মাঠে উরুগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা দ্বিতীয় হারের স্বাদে ব্রাজিল, দিয়াজের গোলে কলম্বিয়ার জয় অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে হেরে গেলো বাংলাদেশ রাত পোহালেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি দক্ষিণ আফ্রিকা সফরে নারী দল বিকেএসপির পথে বাফুফের এলিট একাডেমি বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ বাংলাদেশের বিশ্বকাপ বাছাই প্রস্তুতি শুরু বিশ্বকাপে দ্বিতীয় জয়ে সপ্তমস্থানে উঠলো বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা কাল মুখোমুখি প্রধানমন্ত্রীর উপহার পেলেন শারমিন নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add