for Add

বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ২০ লাখ ডলার

আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দল আর্থিক পুরস্কার হিসেবে পাবে ৪ কোটি ২০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি ৪০ মিলিয়ন ডলার বেশি।

রানার্সআপ দল পাবে ৩ কোটি ২০ লাখ ডলার। ২ কোটি ৬০ লাখ ডলার পাবে তৃতীয় হওয়া দল। চতুর্থস্থান দল পাবে ২ কোটি ২২ লাখ ডলার।

কোয়ার্টারফাইনাল থেকে বাদ পড়া চারটি দলের প্রতিটি দল পাবে ১ কোটি ৬০ লাখ ডলার করে।

শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যক দল পাবে ৮০ লাখ ডলার করে। আর টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দল অন্তত ২৫ লাখ ডলার করে পাবে।

এবারের বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ধরা হয়েছে ৪শ ৪০ মিলিয়ন ডলার। এছাড়া আসরের সেরা ফুটবলার, গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতার জন্য আলাদা পুরস্কার থাকছে।

২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ ফুটবল। প্রথম দিনই মাঠে নামবে আয়োজক দেশ কাতার। ‘এ’ গ্রুপে কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর।

বিশ্বকাপের প্রাইজমানি
চ্যাম্পিয়ন : ৪ কোটি ২০ লাখ ডলার
রানার্স-আপ : ৩ কোটি ২০ লাখ ডলার
তৃতীয় হওয়া দল : ২ কোটি ৬০ লাখ ডলার
চতুর্থ হওয়া দল : ২ কোটি ২২ লাখ ডলার
কোয়ার্টারফাইনাল থেকে বাদ পড়া চারটি দলের প্রতিটি দল পাবে ১ কোটি ৬০ লাখ ডলার করে।
শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে।
শেষ ষোলো থেকে বাদ পড়া ৮টি দলের প্রত্যকে পাবে ১ কোটি ২০ লাখ ডলার করে।
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রত্যক দল পাবে ৮০ লাখ ডলার করে।
টুর্নামেন্টে অংশ নেয়া ৩২টি দল পাবে অন্তত ২৫ লাখ ডলার করে।

সব সংবাদ

ইউরোপা লিগের সপ্তম শিরোপা জয় করলো সেভিয়া ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ বিকেএসপিতে কোচেস কোর্স সমাপ্ত সেভিয়া না মরিনহো, কার হাতে উঠবে ইউরোপা লিগের শিরোপা? আফগানিস্তান সিরিজের ক্যাম্পেও নেই মাহমুদুল্লাহ ওয়ালটন-ডিআরইউ ব্যাডমিন্টনে শামীম-লিসা চ্যাম্পিয়ন সেই আবাহনীকে হারিয়েই ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান ইমার্জিং এশিয়া কাপের জন্য নারী ক্রিকেট দলের নাম ঘোষণা এক যুগ পর আবাহনী-মোহামেডান ফাইনাল টেবিল টেনিসে রুমেলের দ্বিমুকুট ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন, পপুলার চয়েজ সাবিনা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ ওয়ালটন-ডিআরইউ অ্যাথলেটিকসে জ্যোতির্ময় সেরা ব্যাডমিন্টন নির্বাচনে সম্পাদক পদে তিনজনের মনোনয়নপত্র দাখিল ইউসিসিসি অনলাইন ব্লিটজে মশিউর চ্যাম্পিয়ন দুই বিভাগেরই গ্রুপ সেরা ভারত হারের মুখ থেকে ফিরে ম্যাচ জয়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add