for Add

করপোরেট নারী কাবাডি লিগে ঢাকা টুয়েলভ চ্যাম্পিয়ন

টুর্নামেন্টের ফাইনাল যতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা, তেমনই হয়েছে মেয়েদের প্রথম করপোরেট কাবাডি লিগের ফাইনালে। জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৬ সেকেন্ড বাকি থাকতে ২৩-২২ পয়েন্টে টেকনো মিডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা টুয়েলভ।

প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে চ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও সময় বাড়ার সাথে দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় টেকনো মিডিয়া। সাত মিনিটের মধ্যে ১০-১ পয়েন্টে পিছিয়ে পড়া টেকনো মিডিয়া প্রথমার্ধ শেষ করে ১২-১৪ পয়েন্টে। জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড় অধিনায়ক স্মৃতি আক্তার ও কচি রানী মন্ডলের নৈপূণ্যে ২৯ মিনিট পর্যন্ত খেলা শেষ হয় ২২-২২ পয়েন্টে। ১১ সেকেন্ড বাকি থাকতে টেকনো মিডিয়ার সোমা রেইড দিয়ে ফেরার পথে পারসু করেন ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তারী। সোমা নিজেকে রক্ষা করতে পারলেও রেখার হাত ছুঁয়ে যায় আসর সেরা ক্যাচার রুপালী আক্তারকে। রেখা নিজের কোর্টে ফিরে আসতেই ঢাকা টুয়েলভের চ্যাম্পিয়ন উৎসব শুরু।

ফাইনাল শেষে রেখা আক্তার জানান, ‘ম্যাচের শেষ দিকে আমাদের মনোযোগ ধরে রাখতে পারছিলাম না। আমাদের মধ্যে কিছুটা হতাশাও ভর করেছিল। কিন্তু আল্লাহ সহায় ছিল বলে আমাদের চ্যাম্পিয়ন হতে শেষ রেইড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’ ফাইনাল হারলেও অখুশি না টেকনো মিডিয়ার অধিনায়ক স্মৃতি আক্তার, তিনি জানান, এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আগে কখনো আমরা খেলিনি। ফেডারেশনের কাছে আমাদের অনুরোধ এই ক্যাম্পটা নিয়মিত না হোক অন্তত ২-৩ মাস পর পর যেন হয়। প্রথম পর্বে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকা ব্রিজ ফার্মা লিমিটেডের দলটিকে প্রথম হারের স্বাদ দিয়েছিল টেকনো মিডিয়াই।

ঢাকা টুয়েলভের স্মৃতি আক্তার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, রাত্রি সেরা রেইডার, বজলুর রহমান সেরা কোচ এবং টেকনো মিডিয়ার রুপালী আক্তার সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন। মেয়েদের প্রথম করপোরেট লিগে তৃতীয় হয়েছে নরসিংদী লিজেন্ডস।

খেলা শেষে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সব সংবাদ

ফুটবল ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচের রেকর্ড গড়তে চান রোনালদো সিরিজ জিতলো বাংলাদেশ দেশে ফিরেছে স্বর্ণজয়ী আরচারি দল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০২৬ ফিফা বিশ্বকাপের ফর্মেট ঘোষণা শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস সমাপ্ত আইসিসির কভার ফটোতে বাংলাদেশ ক্রিকেট দল এবার আর্জেন্টিনাকে হারালো বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ বেনজেমার উপরই ভরসা করতে চায় মাদ্রিদ জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ লাল কার্ড, পয়েন্ট হারানো: ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই আয়ারল্যান্ড এখন সিলেটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি কাল শুরু বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা শেষ মিনিটে এমবাপ্পের গোলে পিএসজির জয় সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা ‘আর্জেন্টিনা-বাংলাদেশ ভাই ভাই’ মিরপুরে ২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের আয়েসি জয় আজ সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ শুরু ৯৯ স্পোর্টস ক্লাব ক্রিকেট পিএসজির বিদায়ে শেষ আটে বায়ার্ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ স্মরণীয় করে রাখতে চায় টাইগাররা রাশিয়ানদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে উইম্বলডন আরো শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার সাকিবের অলরাউন্ড নৈপুন্যে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ সৌদি আরবে জামাল-কিংসলেরা হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষায় বাংলাদেশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠালেন রোনালদো শেখ কামাল বাংলাদেশ যুব গেমসে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে চট্টগ্রামে টাইগাররা বার্সার অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিলেন রোনালদিনহোর ছেলে সাকিব অপরাজিত ‘৪০০’ সাত বছর পর ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ আলভারেজকে স্প্যানিশ বানিয়ে দিল ফিফা! অবশেষে জাতীয় দলে ফিরতে পারলেন রনি বাংলাদেশের জয়ের স্বপ্ন কেড়ে নিলেন মালান ৩০০ থেকে ৬ উইকেট দূরে সাকিব জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের সব্যসাচী লেখক দুলাল মাহমুদের জন্মদিন আজ ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ে রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন প্যারা আর্চারির যুগে বাংলাদেশ আটবারে ছয়বারই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছয় বছরের শিরোপা খরা কাটালো ইউনাইটেড

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add