for Add

আরো শক্তিশালী হয়ে ফিরবেন নেইমার

গোঁড়ালির ইনজুরির কারণে আগামী তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। কার্যত পুরো মৌসুমের জন্যই এই ব্রাজিলিয়ান তারকা ছিটকে গেছেন বলে পিএসজি জানিয়েছেন। তবে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন নেইমার।

গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলির বিরুদ্ধে খেলতে গিয়ে নেইমার গোঁড়ালির ইনজুরি পড়েন। সাম্প্রতিক সময়ে এই ডান গোঁড়ালির ইনজুরিতে নেইমারকে বেশ কয়েকবার মাঠের বাইরে চলে যেতে হয়েছে। বড় ধরনের কোন ঝুঁকি এড়ানোর লক্ষ্যে ক্ষতিগ্রস্থ লিগামেন্টে অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে বলে পিএসজির মেডিকেল টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।

টুইটারে আত্মবিশ্বাসী নেইমার লিখেছেন সাম্প্রতিক এই ইনজুরিতে তিনি মোটেই হতাশ নন। আরো বেশি শক্তিশালী হয়েই তিনি মাঠে ফিরবেন।

পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোহায় নেইমারের অস্ত্রোপচার সম্পন্ন হবে। পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগবে। আর এ কারণেই ধরে নেয়া হয়েছে চলতি মৌসুমে নেইমারের আর মাঠে নামান সম্ভব নয়। আগামী ৩ জুন লিগ ওয়ান মৌসুম শেষ হচ্ছে। আর পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যায় তবে সেটা পরের সপ্তাহে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।

পিএসজি এখনো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায়ের শঙ্কায় রয়েছে। এই দুই দল দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে।

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নেইমার ১৮ গোল করেছেন। বিশ্বকাপ বিরতির আগে ফরাসী চ্যাম্পিয়নদের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ব্রাজিলিয়ান। ৩১ বছর বয়সী কাতার থেকে ফিরে নয় ম্যাচে মাত্র ৩ গোল করেছেন। কাতারেও ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে একই গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন। বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয়ের প্রথম ম্যাচটিতে ইনজুরিতে পড়ে গ্রুপ পর্বে আর খেলতে পারেননি। বার্সেলোনারা সাবেক এই তারকা নক আউট পর্বে ফিরে আসেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে বিদায় নেয়।

বিশ্বকাপের আগেও তিনি ইনজুরিতে পড়েন। ২০১৪ সালে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে তিনি গুরুতর ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গিয়েছিলেন। পরের ম্যাচে সেমিফাইনালে ব্রাজিল জার্মানীর কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল।

নেইমারের ইনজুরি পিএসজির জন্য নিয়মিত শঙ্কায় পরিণত হয়েছে। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে আসার পর থেকেই নেইমার নিয়মিত বিরতিতে ইনজুরিতে ভুগেছেন। পিএসজির হয়ে এ পর্যন্ত ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন। কিন্তু ইনজুরি কিংবা নিষেধাজ্ঞার কারণে মিস করেছেন ১০০রও বেশি ম্যাচ। লিগে তিনি পিএসজির হয়ে এ পর্যন্ত মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন (২২৮ ম্যাচের মধ্যে ১১২টি)।

পিএসজিতে প্রথম মৌসুমে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে খেলতে পারেননি, ম্যাচটিতে পিএসজিতে হেরে যায়। ঐ মৌসুমে ক্লাবের হয়ে আর খেলতে পারেননি। রাশিয়া বিশ্বকাপেও সে কারণেই ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি। পরের বছর পেশীর ইনজুরির কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেননি। -বাসস

সব সংবাদ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের অধিনায়ক লিটন ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল আশা জাগিয়েও হারলো বাংলাদেশ ‘এ’ এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ ফাইনালের আগে মোহামেডান-আবাহনীর ড্র ক্যারিয়ারে প্রথমবারের মতো এলপিএল খেলবেন সাকিব জাতীয় নারী রাগবি বৃহস্পতিবার শুরু ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব লুডুতে নতুন চ্যাম্পিয়ন সেঁজুতি আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন ডিআরইউ আরচারিতে নতুন চ্যাম্পিয়ন রুমেল মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ ওয়ারউকশায়ারের প্রস্তাবে আগ্রহী মিরাজ ভারতকে কড়া জবাব দেয়ার পরামর্শ আফ্রিদির বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয় শ্যুটিংয়ে সেরা রুমেল ও নাদিয়া আবারও কোয়াব সভাপতি নাইমুর রহমান দুর্জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিসে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে সদস্য সন্তান ও সদস্য স্ত্রীদের ইভেন্ট সমাপ্ত যে কারণে খুশি পাপন ৪৭ বছর অপেক্ষার পর ইউরো ফাইনালে ওয়েস্ট হ্যাম ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন ওয়ালটন-ডিআরইউ সাঁতারে বিনু-জাফর সেরা খাদের কিনারা থেকে হকিকে টেনে তুলছেন এই বরেণ্য সংগঠক জাতীয় হকি দলে কোরিয়ান কোচ নিয়োগ ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন ৩২ বছর পর প্রথম বিভাগে ইয়াংস্টার এশিয়ান গেমস উপলক্ষে ঢাকায় ফান রান বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের ইয়ুথ-জুনিয়র উভয় বিভাগেই মালদ্বীপ তৃতীয় স্টেডিয়ামে খেলা ছাড়া অন্য কিছু নয়, ডিসিদের প্রতি নির্দেশ ওয়ালটন-ডিআরইউ অ্যাথলেটিকসে জ্যোতির্ময় সেরা ব্যাডমিন্টন নির্বাচনে সম্পাদক পদে তিনজনের মনোনয়নপত্র দাখিল ইউসিসিসি অনলাইন ব্লিটজে মশিউর চ্যাম্পিয়ন দুই বিভাগেরই গ্রুপ সেরা ভারত হারের মুখ থেকে ফিরে ম্যাচ জয় ওয়ালটন-ডিআরইউ দাবায় মোরসালিনের শিরোপা অক্ষুন্ন ফাইনালের পথে বাংলাদেশ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক বোলিং কোচ শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে জিতলো বাংলাদেশ ছয় দেশের সেরা পেশাদার বক্সিং শনিবার শুরু লঙ্কার কাছে সিরিজ হারালো নারী দল পিএসজির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন মেসি শনিবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি এসি মিলানকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে ইন্টার মিলান ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব ১৪ই মে শুরু লিড নিতে চায় বাংলাদেশ বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক ইয়োগা কাপে সেরা ভারতের সোমনাথ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add