for Add

বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত না হলে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বয়কট করার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠি। যে কোনোভাবেই হোক এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে চায় পিসিবি। কারণ, এবার তারাই আয়োজক।

ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান যেতে সমস্যা, এ কারণে ভিন্ন একটি প্রস্তাবও দিয়েছে পিসিবি। তবুও, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করতে রাজি নয়। তারা পুরো টুর্নামেন্টটিই পাকিস্তান থেকে সরিয়ে আনতে চায়। এমন পরিস্থিতিতে নতুন করে হুমকি দিয়ে রাখলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান।

এশিয়া কাপের আয়োজন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা কথা-বার্তা। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না বলে পিসিবির পক্ষ থেকে একটি হাইব্রিড মডেল উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই মডেলে আবার খেলতে রাজি নয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। কারণ, বিশ্বকাপের আগের মাসে পাকিস্তান এবং আরব আমিরাতে একের পর এক ভ্রমণ করা সম্ভব নয়। তারওপর, ওই সময়টায় আরব আমিরাতে থাকে প্রচন্ড গরম।

এসব টানাপোড়েনের মাঝেই এক জুম সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠি বলেন, ‘সব ম্যাচ নিরপেক্ষ দেশে খেলতে চায় ভারত। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এমন কিছু যেন করা না হয়, যাতে আমরা এশিয়া কাপ এবং বিশ্বকাপ থেকে সরে যাই এবং ভারত পরেরবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে না আসে।’

শুধু এবারের এশিয়া কাপই নয় পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। ভারতে হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। একের পর এক প্রতিযোগিতা থেকে দুই দেশ নাম সরিয়ে নিলে পরিস্থিতি খুব খারাপ হবে বলেই মনে করেন নাজম শেঠি।

তিনি বলেন, ‘এটা খুব গণ্ডগোলের। আমরা ভারতে গেলেও নিরাপত্তার সমস্যা হতে পারে। তাই পাকিস্তানকে তাদের ম্যাচগুলি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাতে বা শ্রীলঙ্কাতে খেলতে দেওয়া হোক। এমনই চলতে থাকবে যত দিন না ভারত পাকিস্তানে খেলতে রাজি হবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের বক্তব্যের পর ভারতীয় বোর্ড বিসিসিআই থেকে কেউ এই বিষয়ে পাল্টা কিছু বলেননি। নাজম শেঠি বলেন, ‘আমি চাইব এই বিষয়টা দেখুক আইসিসি; কিন্তু ভারত কোনভাবেই চাইবে না সেটা। বিশেষ করে এশিয়া কাপের সময় তো চাইবেই না।’

কিছুদিন আগেও একবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিলো, ভারতে গিয়ে নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে তাদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায়। সেটা হতে পারে বাংলাদেশ কিংবা অন্য কোনো ভেন্যু।

সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আত্মঘাতী গোলে বাংলাদেশের হার দিয়ে এশিয়াড শুরু মালদ্বীপের ক্লাবের কাছে হারলো বসুন্ধরা কিংস বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির এশিয়ান গেমসে নারী ক্রিকেট দলের লক্ষ্য স্বর্ণপদক প্রিয় দল জাপানের বিপক্ষে খেলবেন বলে রোমাঞ্চিত সাবিনা শ্রীলঙ্কাকে লজ্জায় ডুবিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ বাংলাদেশের অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক রহমত মিয়া জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ সোমবার ভিয়েতনাম যাচ্ছে নারী ফুটবল দল ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক শুক্রবার থেকে জাতীয় টিম ব্রিজ শুরু ডোপিং অভিযোগে নিষিদ্ধ পগবা পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারালো ভারত সবার আগে চীন যাচ্ছে পুরুষ ফুটবল দল লঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপের আশা শেষ হার দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের আত্মবিশ্বাসী টাইগারদের দৃষ্টি জয় দিয়ে সুপার ফোর শুরু স্কুল হ্যান্ডবলে শিরোপা জিতলো সানিডেইল ও ভিকারুননিসা আফগানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ গোল মিসের মহড়ায় জিততে পারলো না বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকতে চায় বাংলাদেশ সালাহকে সৌদিতে নিতে ২০৭২ কোটি টাকার প্রস্তাব ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকিতে বাংলাদেশ পঞ্চম একদিন এগিয়ে আনা হলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে হার দিয়ে শুরু জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ আর্জেন্টিনা থেকে ফিরে ক্যাম্পে জামাল বিশ্বকাপে চোখ রেখে এশিয়া কাপের পর্দা উঠছে বুধবার শিরোপায় চোখ বাংলাদেশের সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়া কাপ জয় অসম্ভব নয় : তাসকিন অভিষেক ম্যাচে গোল করে আর্জেন্টিনার ক্লাবকে জেতালেন জামাল ভূঁইয়া এশিয়া কাপের জন্য দেশ ছাড়লো জাতীয় ক্রিকেট দল সাকিবের রহস্যময় স্ট্যাটাস এশিয়াডে খেলবেন না জামাল, বিকল্প চেয়েছে বাফুফে ওয়ানডে অধিনায়ক হবার পর প্রথম অনুশীলনে সাকিব এক চুমুতে সব হারাচ্ছেন স্পেন ফুটবল প্রধান নাটকীয় জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসর নিজের মৃত্যুর গুজব নিয়ে হতাশ স্ট্রিক এবাদতের পরিবর্তে এশিয়া কাপে সাকিব আসন্ন এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন সুমন জাতীয় দলের ক্যাম্পে ৩২ ফুটবলার, দুই নতুন মুখ উয়েফা বর্ষসেরার দৌড়ে মেসি, প্রতিদ্বন্দ্বী হালান্ড-ডি ব্রুইনা ক্রিকেটারদের জানা উচিত কখন থামতে হবে : সুজন নাটকীয় জয়ে ইতিহাস গড়ে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন পিএসজি ছেড়ে আল হিলালে নেইমার! বিশ্বকাপে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে চান সাকিব মিরপুরের ফ্লাডলাইটে আগুন রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add