for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ মে ২০২৩, রবিবার, ২২:২৫:১৭
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের সেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলো দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এবার ক্রিকেটার লিটন দাস হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড।
আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক। -বাসস
২০২২ সালের পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ
বর্ষসেরা ক্রীড়াবিদ: লিটন দাস (ক্রিকেট); পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল); বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন, বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার, বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম, বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান, বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল), উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন), তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ), বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)।
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।
For add
For add
For add
For add
for Add